Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যায়-দুর্নীতি প্রশ্রয় দেব না, এটাই হোক দূর্গোৎসবের শিক্ষা: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ০০:৫৬

ড. আব্দুল মঈন খান

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শারদীয় উৎসব কেবল আনন্দ-উদযাপন নয়; এটি অন্যায় ও দুর্নীতি মোছার প্রত্যাশাও বহন করে। তিনি বলেন, বছরে একবার মা (দেবী) আসে মানুষের পাপকলুষ্য দূর করে দেয়ার জন্য — তাই দূর্গোৎসব থেকে শেখা উচিত অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের পর সেবাসংঘের মণ্ডপে এসব কথা বলেন। এসময় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তসমাগম উপস্থিত ছিলেন।

মঈন খান বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মানুষকে গণতন্ত্র দিয়েছে; কিন্তু কেউ ভাবলে সব সমস্যা শেষ — তা ভুল ধারণা। দেশের উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় উন্নত ও সুশাসিত নির্বাচনের মাধ্যমে জনগণের বেছে নেওয়া প্রতিনিধিদের দায়িত্ব নেওয়া জরুরি।

বিজ্ঞাপন

এসময় তিনি আরো বলেন, গণতন্ত্রকে উত্তরণ করে একটি সুষ্ঠু‍ , নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ যাকে খুশি ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার দেবে। আমাদেরকে সচেতন থাকতে হবে বাংলাদেশে অন্যায়-অত্যচার, জুলুম ও দুর্নীতিকে আমরা প্রতিহত করব। এদেশে আমরা সত্যিকার ন্যায়নীতির শাসন ও সুশীল সমাজের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করবই।

সারাবাংলা/এসএস

মঈন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর