Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় টানা বৃষ্টিতে রেকর্ড ২০৬ মিলিমিটার, নগরজীবন স্থবির

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১১:৩৫ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৪:০৯

জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিতে রেকর্ড হয়েছে ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত। বুধবার (১ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায়ও ঢাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃষ্টির পানির জলাবদ্ধতায় ব্যাহত জনজীবন। ছবি: সারাবাংলা

বুধবার (১ অক্টোবর) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

টানা বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তা-ঘাটে পানি জমে যান চলাচলে দুর্ভোগের পাশাপাশি সাধারণ মানুষকেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আবহাওয়া অধিদফতরের নিয়ম অনুযায়ী—

১–১০ মিমি : হালকা বৃষ্টিপাত
১১–২২ মিমি : মাঝারি
২৩–৪৩ মিমি : মাঝারি ধরনের ভারি
৪৪–৮৮ মিমি : ভারি
৮৮ মিমির বেশি : অতি ভারি বৃষ্টিপাত

সে হিসেবে ঢাকায় গত ২৪ ঘণ্টায় হওয়া ২০৬ মিলিমিটার বৃষ্টিপাতকে ‘অতি ভারী’ শ্রেণির বৃষ্টিপাত বলা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর