পাবনা: সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনের বিএনপি‘র মনোনয়নপ্রত্যাশী সরদার এম জাহাঙ্গীর হোসাইন। এসময় তার সঙ্গে ছিলেন ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।
সরদার এম জাহাঙ্গীর হোসাইন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। সেইসঙ্গে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপগুলোর পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।

অনুদান তুলে দিচ্ছেন সরদার এম জাহাঙ্গীর হোসাইন। ছবি: সংগৃহীত
পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। বিএনপির কাছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।’