Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালককে খুন করে অটোরিকশা ছিনতাই, বিক্রি করতে এসে ধরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ২০:৩৩

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গলা কেটে খুন করা কিশোর বয়সী এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, চালককে খুন করে তার অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেই অটোরিকশা বিক্রি করতে গিয়ে দু’জন ধরা পড়ে।

বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার পৌর সদরের শেখপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত হাবিবুর রহমান (১৬) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা। সীতাকুণ্ড পৌর সদরে ভাড়া বাসায় থাকতো সে। হাবিবুর অটোরিকশাটি ভাড়ায় চালাতো বলে জানা গেছে।

এ ঘটনায় পুলিশ মো. বাপ্পী ও রাজীব নামে দুজনকে গ্রেফতার করেছে। তাদের বাড়িও সন্দ্বীপ উপজেলায়। তারাও সীতাকুণ্ড পৌর সদরে ভাড়া বাসায় থাকেন।

বিজ্ঞাপন

পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ভোরে যাত্রীবেশে বাপ্পী ও রাজীবসহ তিন ছিনতাইকারী হাবিবুর রহমানের অটোরিকশায় ওঠেন। কিছুদূর যাওয়ার পর তারা অতর্কিতে হাবিবুরের ওপর আক্রমণ করে। এক পর্যায়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে যায়।

পরে স্থানীয় একটি গ্যারেজে বাপ্পী ও রাজীব অটোরিকশাটি বিক্রি করতে যান। সেখানে গ্যারেজ মালিকের সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তারা সেটি ছিনতাইয়ের কথা স্বীকার করেন। এর পর তাদের পুলিশের হাতে দেওয়া হয়। তবে এর আগেই পুলিশ অটোরিকশার চালক হাবিবুরের মরদেহ উদ্ধার করে।

জানতে চাইলে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ‘অটোরিকশা ছিনতাইয়ের জন্য কুপিয়ে ও জবাই করে চালককে খুন করা হয়েছে। এ ঘটনায় দু’জন গ্রেফতার হয়েছে। আরও একজন পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

অটোরিকশা ছিনতাই টপ নিউজ ধরা বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর