টাঙ্গাইল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে ১৮ মাসে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। স্বৈরাচার ও ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিগত ১৬ বছরে এবং বর্তমান অন্তবর্তী সরকারের সময়ে দেশ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের মানুষ শান্তিতে নেই। একটি অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনো নিরাপদ নয়।’
বুধবার (১ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন দানবীর বণদা প্রসাদ সাহার মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে নতুন নতুন পরিকল্পনা ও চিন্তা নিয়ে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি।’
পিআর প্রসঙ্গে আমীর খসরু চৌধুরী বলেন, ‘পিআর পদ্ধতি তো কেউ চাইতেই পারে, এটা তাদের অধিকার আছে। কিন্তু এটা তো বিএনপির দেওয়ার বিষয় না, অন্য দলেরও দেওয়ার কিছু নেই। কেউ যদি কিছু চায় এবং সেটা করতে হলে জনগনের রায় নিয়ে করতে হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। এই যে আপনারা কর্মসংস্থানের কথা বলছেন, আইনশৃঙ্খলার কথা বলছেন, আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা আজকে নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যাদের জবাবদিহি থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে। সরকার এবং জনগণের সেতুবন্ধন নেই বলে আমরা আজকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।’
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম মফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন উপস্থিত ছিলেন।