Wednesday 01 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ২৩:২৫

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মর্ডান রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—ভাড়াটিয়া কুমোদ চন্দ্র নাথ (৪৩), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্য (৪)। তাদের মধ্যে গুরুতর আহত ঐর্দিকাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

কুমোদ চন্দ্র নাথ জানান, ‘দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ বিকট শব্দে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের চারজনই দগ্ধ হই। পরে স্থানীয়রা আমাদের দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আগুনে ঘরের আসবাবপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।’

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাইন উদ্দিন বলেন, ‘ঐর্দিকার শরীরের ২০ শতাংশ, তূর্যের ১০ শতাংশ এবং স্বামী-স্ত্রীর শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঐর্দিকাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।’

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আব্দুল মালেক জানান, ‘দুপুরে রান্না শেষে গ্যাস সুইচ বন্ধ করলেও লিকেজ থেকে গ্যাস জমে থাকতে পারে। পূজার জন্য মোমবাতি জ্বালানোর পরই বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।’

সারাবাংলা/এসএস

গ্যাস দগ্ধ নোয়াখালী পরিবার বিস্ফোরণ লিকেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর