Thursday 02 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীর পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতাকর্মীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৮:০৫ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ২১:৩৩

বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: রাজবাড়ীতে বিজয় দশমীতে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ( ২অক্টোবর) দুপুরে শহরের রাজবাড়ী পৌরসভার বিবেকানন্দ পল্লী, বিনোদপুর রাঁধা গোবিন্দ জিঁউর মন্দির, আমতলা পূজামণ্ডপ, রাজবাড়ী লক্ষ্মীকোল হরিসভা মন্দির, ধুঞ্চী পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরসহ অন্যান্য মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

অ্যাড. আসলাম মিয়া বলেন, ‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য দেশবাসীকে সম্প্রীতি বজায় রাখতে উদ্বুদ্ধ করেছে। তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই আগামী দিনে আমরা সকল ধর্মের লোক মিলে একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবো। আপনাদের আনন্দ-উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই কামনা করি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দলের পাশে আছি এবং দুর্দিনে দলের পাশে ছিলাম। আমার একটি ইচ্ছা, উপরওয়ালা যদি আমাকে সুযোগ দেয় তাহলে রাজবাড়ীর সনাতন ধর্মের ভাইয়েরা সবচাইতে ভালো এবং নিরাপদে থাকবে। তাদের মধ্যে ভীতির যে সংস্কৃতি, সেটা দূর করে দেব। এছাড়া আমি একটা মানবিক, উন্নত, দারিদ্রমুক্ত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী, বেকার ও ক্ষুধামুক্ত রাজবাড়ী দেখতে চাই। আপনারা জা‌নেন, আমার কোনো ক্ষুধা নাই। আমার একটাই ক্ষুধা রাজবাড়ী-১ আস‌নের জনগণের সেবা করা।’

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, অ্যাড. আসলাম মিয়ার সহধর্মিণী স্কুলশিক্ষক ফরিদা ইয়াসমিন শিখা, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবকদের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ জেলা, উপজেলা এবং পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি

পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির নেতাকর্মী রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর