Thursday 02 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই

সারাবাংলা ডেস্ক
২ অক্টোবর ২০২৫ ২২:৫৩ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ২৩:০৯

ভাষাসংগ্রামী আহমদ রফিক। ছবি: সংগৃহীত

ঢাকা: ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

আহমদ রফিকের ঘনিষ্ঠজন, লেখক ও গবেষক ইসমাইল সাদী সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ সেপ্টেম্বর থেকে আহমদ রফিক বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ রাতে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তার ভেন্টিলেশন সাপোর্ট খুলে চিকিৎসক রাত ১০টা ১২ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

২০১৯ সালে আহমদ রফিকের দৃষ্টি ক্ষীণ হয়ে আসে। ওই বছর চোখে অস্ত্রোপচার করা হলেও অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। ২০২৩ সালে তিনি প্রায় দৃষ্টিহীন হয়ে পড়েন।

বিজ্ঞাপন

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় আহমদ রফিকের জন্ম। তার স্ত্রী মারা যান ২০০৬ সালে। তারা ছিলেন নিঃসন্তান দম্পতি।

গবেষক ও বহুমাত্রিক লেখক এবং রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। জীবনভর তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। রবীন্দ্র চর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি। কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস, গবেষণা মিলিয়ে তার লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশ পদক পেয়েছেন। এছাড়া, কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করেছে।

সারাবাংলা/পিটিএম

আর নেই আহমদ রফিক ভাষাসংগ্রামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর