ঢাকা: ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কবি, প্রবন্ধকার, গবেষক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ রফিকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। শুক্রবার (৩ অক্টোবর) এক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন।
ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার শোকবার্তায় জানান, আহমদ রফিক মহান ভাষা আন্দোলনের একজন বীর সেনানী ছিলেন। তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে তার অবদান চিরস্মরণীয়।
শোকবার্তায় আরো বলা হয়, আহমদ রফিক একজন খ্যাতিমান রবীন্দ্র গবেষক হিসেবে শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চিন্তার অধিকারী এই ব্যক্তিত্ব তার কর্ম ও চিন্তার মাধ্যমে সমাজের প্রগতিশীল সংগ্রামে নেতাকর্মী ও সাধারণ মানুষকে প্রভাবিত করেছেন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সাদা দলের নেতারা মরহুমের জীবন-সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার কর্মময় জীবন দেশের মানুষের জন্য চিরকাল প্রেরণার উৎস হিসেবে থাকবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষাসৈনিক আহমদ রফিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।