Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ২২:৩৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ২৩:১২

দৈনিক ভোরের চেতনা পত্রিকায় জেলা প্রতিনিধি মো. হায়াত উদ্দিন। ছবি কোলাজ: সারাবাংলা

বাগেরহাট: জেলার সদর উপজেলায় মো. হায়াত উদ্দিন (৪০) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামের মৃত মো. নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানায়, সন্ধ্যায় হাড়িখালী এলাকায় সিদ্দিকের চায়ের দোকানে সামনে এস এম হায়াত উদ্দিনকে অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। পরে তাকে সেই অবস্থায় পাকা রাস্তার ওপরে ফেলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এইচআই

কুপিয়ে হত্যা খুন টপ নিউজ সাংবাদিক হত্যা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর