ঢাকা: ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র পালাউয়ের সঙ্গে দ্বি-পাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ইচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। রাষ্ট্রপতি সুরাঙ্গেল এস হুইপস জুনিয়রের কাছে নিজের পরিচয়পত্র পেশকালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ ইচ্ছা পোষণ করেন।
শুক্রবার (৩ অক্টোবর) ম্যানিলার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।
শনিবার (৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, গত ৩০ সেপ্টেম্বর পালাউয়ের রাষ্ট্রপতি সুরাঙ্গেল এস হুইপস জুনিয়রের কাছে তার কার্যালয়ে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ। রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে গত ৫৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেন। তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সফল মেয়াদ কামনা করেন এবং পালাউয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ সমদূরবর্তী দূত হিসেবে পালাউয়ের দেখভাল করেন।