চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। এদের মধ্যে নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, যুবদলের এক নেতার নেতৃত্বে তার অনুসারীরা সরকারি খাস জমি দখল করতে গেলে আগের ‘দখলদাররা’ সংঘবদ্ধ হয়ে তাদের আটকে গণপিটুনি দেয়।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গণপিটুনিতে নিহত একজনের লাশ আছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, গণপিটুনিতে আহত অবস্থায় নয়জনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের নির্দেশে তাদের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া, একজনকে মৃত অবস্থায় নেওয়ার পর তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
আহতদের বরাত দিয়ে এএসআই আলাউদ্দিন বলেন, ‘একজন বিএনপি নেতার নেতৃত্বে একটি গ্রুপ জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমি দখল করতে গিয়েছিল। তখন এলাকার লোকজন তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়।’
সীতাকুণ্ড থানার স্থানীয় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা সারাবাংলাকে বলেন, ‘যুবদল নেতা রোকন উদ্দিনের নেতৃত্বে একটি গ্রুপ খাস জমি দখল ও আধিপত্য বিস্তার করতে গিয়েছিল। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে আগে থেকে বসবাস করা দখলদারদের বাড়িঘর ও দোকানপাটে হামলা শুরু করে। তখন আলীনগরের বাসিন্দারা অর্থাৎ আগের দখলদারেরা তাদের ঘেরাও করে অস্ত্র ছিনিয়ে নিয়ে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরও কমপক্ষে ১৪ জন আহত হন।’
হামলাকারীদের কাছ থেকে কেড়ে নেওয়া একটি দেশীয় এলজি, আটটি শটগানের গুলি, দুটি পিস্তল ম্যাগাজিন, একটি চাপাতি, একটি লোহার হাতুড়ি ও পিস্তলের তিনটি গুলি এলাকার লোকজন পুলিশকে দিয়েছে বলে জানান পরিদর্শক সোহেল রানা।
অভিযুক্ত রোকন উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন। জানতে চাইলে তিনি সারাবাংলাকে বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। আমি সেখানে জমি দখল করতে গিয়েছিলাম এমন প্রমাণ কেউ দিতে পারবে না। অহেতুক আমার নাম কেন জড়ানো হচ্ছে আমি বুঝতে পারছি না। তবে যারা দখল করতে গিয়েছিল তারা বিএনপির কর্মী, এটা আমি জানি।’