নীলফামারী: অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নীলফামারী পৌর কৃষক দলের সংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুমন চক্রবর্তীর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন চক্রবর্ত্তী দীর্ঘদিন ধরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অরাজনৈতিক আচরণ করে আসছিলেন। এ কারণে তার সব ধরনের সাংগঠনিক পদ ও পদবি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া তিনি বিভিন্ন অরাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এমন কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হয়েছে বলেও উল্লেখ করা হয়।