Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে পুলিশের ওপর হামলা, আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৩:০৬

নরসিংদী সদর থানা।

নরসিংদী: নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়কালে বাঁধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় গতকাল রাত থেকে এই পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, শহরের আরশীনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের বাধা ও দুই চাঁদাবাজকে আটকের ঘটনায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা চালায় চাঁদাবাজ দূর্বৃত্তরা। এতে আহত হন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় গতকাল রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, এই ঘটনায় এ পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ

আটক ৭ পুলিশের ওপর হামলা