ঢাকা: জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু পরীক্ষা করার জন্য এবং ডেঙ্গু সনাক্ত হলে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান।
রোবরার (৪ অক্টোবর) সন্ধ্যায় এক ক্ষুদে বার্তায় এ অনুরোধ জানিয়েছেন তিনি।
ডা. মঈনুল আহসান বলেন, ‘আজ একদিনে ডেঙ্গু রোগে নয়জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পর্যালোচনায় দেখা যায় নয়জনের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তির দিনই মারা গেছেন। মূলত: হাসপাতালে আসতে দেরী হওয়ার কারণে ডেঙ্গু রোগ জটিল আকার ধারণ করেছিল বিধায় তাদের চিকিৎসা দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল না। বাকি দুইজনের একজনও ভর্তির পরদিনই মৃত্যুবরণ করেছেন।’
তিনি বলেন, ‘দেরিতে হাসপাতালে বা চিকিৎসকের কাছে উপস্থিত হওয়ার কারণে জটিল রোগীদের চিকিৎসা দান দুরুহ হয়ে পড়ছে। এমতাবস্থায় সব জ্বরের রোগীকে জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য এবং ডেঙ্গু রোগ শনাক্ত হলে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
স্বাস্থ্য অধিদফতরের এই পরিচালক বলেন, ‘ডেঙ্গু চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক ও তৎপর। সব হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট, স্যালাইন এবং ঔষধ মজুত আছে। তবে, মৃত্যু কমানোর জন্য একইসঙ্গে দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ, গাইডলাইন অনুযায়ী চিকিৎসাদান এবং মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হওয়া প্রয়োজন।’
স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করাও হয়েছে।