Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ বাস্তবায়নে তফসিলের আগেই গণভোট চায় জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২১:৫৮ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ২২:০২

ঢাকা: জুলাই সনদের আইনি ভিত্তি রচনায় ‘গণভোটে’র পথকেই সবচেয়ে গ্রহণযোগ্য ও টেকসই সমাধান হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘গণভোট জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আয়োজন করা যেতে পারে। জনগণ এখনো গণভোটের ধারণায় পুরোপুরি অভ্যস্ত নয়। তবে যাতে জাতীয় নির্বাচন কোনো জটিলতায় না পড়ে, সে জন্য নভেম্বর কিংবা ডিসেম্বরেই গণভোট করা যেতে পারে।’

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘একবার গণভোট হয়ে গেলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা থাকবে না। সহজভাবে এগোলে সবাই নিরাপদে থাকবে—আমরাও, জাতিও।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন বলেন, ‘গণভোট হলে তা হবে সবচেয়ে গ্রহণযোগ্য আইনি ভিত্তি। এটি কখনো চ্যালেঞ্জ করা হলেও আদালত বা সংসদে টিকবে। এটি জনরায়ের প্রতিফলন হবে, যা কেউ উপেক্ষা করতে পারবে না। ‘গণভোট হলে সেটি কখনো চ্যালেঞ্জ করলে টিকবে না এবং পার্লামেন্টও তা প্রত্যাখ্যান করতে পারবে না।’

বিএনপির সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। আমরা একই লক্ষ্যে কাজ করছি। এমনকি গণভোটের ফলাফল যদি আমাদের বিরুদ্ধে যায়, তাহলেও আমরা তা মেনে নেব।’

তিনি বলেন, ‘সংস্কারের প্রশ্নে জামায়াত সবসময় সক্রিয়। সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি তৈরিতে সবাই এখন গণভোটের পক্ষে। শুধু প্রশ্ন হলো—গণভোট আগে হবে, নাকি পরে; এই নিয়েই আলোচনা চলছে।’

গণভোটের বাস্তবায়ন প্রক্রিয়া প্রসঙ্গে আযাদ বলেন, ‘নির্বাচন কমিশনই গণভোট আয়োজন করবে। তবে তার আগে সরকারকে কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে, আইনি কাঠামো ঠিক করতে হবে।’

সারাবাংলা/এফএন/এসএস

আইনি ভিত্তি. গণভোট গ্রহণযোগ্য জামায়াত জুলাই সনদ সবচেয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর