সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ও কুরআন নিয়ে কটূক্তিমূলক পোস্টকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবক সোহাগ হোসেনকে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মন্তব্য ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযুক্ত সোহাগ হোসেন (২৬) পুষ্পকাটি গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সালাউদ্দিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও পবিত্র কুরআনকে অবমাননাকর মন্তব্যসহ একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটিতে সোহাগ নিজেকে ইসলাম ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণের ইচ্ছাও প্রকাশ করে বলে জানা গেছে।
পোস্টটি ভাইরাল হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা ক্ষুব্ধ হয়ে সোহাগের বাড়িতে জড়ো হন এবং তার কাছ থেকে ঘটনার ব্যাখ্যা চান। তবে সোহাগ নিজেই পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করে উপস্থিত ব্যক্তিদের বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘অভিযুক্ত যুবকের মানসিক সমস্যা রয়েছে বলে আমরা পূর্বেও জেনেছি। কিছুদিন আগে সে চুরির অভিযোগে আটক হয়েছিল। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে মারধরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি অপরাধ করে, সেটি বিচার করার এখতিয়ার আইনের। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।’