Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ২৩:১৩ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ০২:৪৮

নিহত ইমরান মুন্সি

খুলনা: খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক ব্যবসায়ীকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরীর ২ নং কাস্টমঘাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। নিহত ইমরান মুন্সি গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন যুবক তার পথরোধ করে। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খুলনা থানার এসআই আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর