বরিশাল: আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন লেগে গেলে কয়েকজন যাত্রী দগ্ধ হন।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কের প্রতাপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত ব্যক্তির নাম মো. তোফাজ্জল হোসেন (৫০)। তিনি ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির সাকুরা পরিবহণের একটি বাস ঝালকাঠি বাসস্ট্যান্ডে এসে সোয়া ৫টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর কিছু সময় পর বাসটি নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই বাসে ছড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন এবং বাসের কয়েকজন যাত্রী দগ্ধ হন।
পরে স্থানীয়রা দগ্ধ ও আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। সেখানে মোটরসাইকেল আরোহী ওই শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন নিহত হয়েছেন। আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
ওসি জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। ঘটনাটির তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।