লক্ষ্মীপুর: পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে এবং অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা কমিটির সভাপতি আবদুর রহিম ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, আইম্মা পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সালমান, সদর থানা সহ-সভাপতি ইরফান সিদ্দিকী ও সালেহ আহমেদ।
এ সময় তারা কোরআন অবমাননাকরী শিক্ষার্থী অপূর্ব পালের শাস্তির দাবি জানান।