Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহকারী কর কমিশনার আমিনুলকে বাধ্যতামূলক অবসরে পাঠাল এনবিআর

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৩:৫৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১৬:৪২

ঢাকা: সহকারী কর কমিশনার মো. আমিনুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৮ অক্টোবর) এনবিআর চেয়াম্যান আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘যেহেতু মো. আমিনুল ইসলাম (৭০০৩১৮), সহকারী কর কমিশনার (জাতীয় রাজস্ব বোর্ডে সংযুক্ত) এর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

বিজ্ঞাপন

জানা গেছে, এস আলমের দুই ছেলের কালো টাকা সাদা করার কান্ডে জড়িত সহকারী কর কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

এনবিআর বাধ্যতামূলক অবসরে সহকারী কর কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর