Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু , হাসপাতালে ভর্তি ৭০০

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২০:১৫ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২১:৪৫

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২ জনই সিটি করপোরেশন এলাকার। এসময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪৫৯ এবং এবং নারী ২৪১ জন।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯, ঢাকা উত্তর সিটিতে ১৫৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১১০, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৫২ হাজার ১০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২০ জনের।

এর আগে গতকাল মঙ্গলবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এসএস

ডেঙ্গু ভর্তি মৃত্যু হাসপাতাল

বিজ্ঞাপন

২২১ রানে থামল বাংলাদেশ
৮ অক্টোবর ২০২৫ ২১:৪৩

আরো

সম্পর্কিত খবর