Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২২:১৩

কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক‌ মো. সোহরাব হোসেন। ছবি: সংগৃহীত

ফরিদপুর: ফরিদপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ অভিযান, মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে শহরের গোয়ালচামটে অবস্থিত হোটেলে রেফেলস ইন-‌এর সামনে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক‌ মো. সোহরাব হোসেন।

এসময় ‌উপস্থিত ছিলেন পৌরসভার ‌পৌর‌ নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল এবং বাজার পরিদর্শক কাউসার হোসেন ।

এসময় প্রশাসক বলেন, ফরিদপুর পৌরসভার এ অঞ্চলে ‌ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বেশি। আর তাই ‌ আমরা এখান থেকেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ এবং ‌মশক ‌ নিধন ‌ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ‌কার্যক্রম ‌শুরু করেছি‌। পর্যায়ক্রমে পৌরসভার ২৭টি ওয়ার্ডে এ কার্যক্রম চালানো হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ‌প্রাদুর্ভাব না কমা পর্যন্ত এ কার্যক্রম ‌‌অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পরে ফগার মেশিনের মাধ্যমে ‌ওষুধ ছিটিয়ে‌ কর্মসূচির উদ্বোধন করা হয়‌। এ সময় ফরিদপুর পৌরসভার‌ বিভিন্ন শাখার কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ‌ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর