Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির দুই দশক পূর্তি উৎসব ২২ অক্টোবর

জবি করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৭:৩২ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৭:৫২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দুই দশক পূর্তির উৎসব ২০ অক্টোবর। কিন্তু এবার তা উৎযাপন করা হবে ২২ অক্টোবর। ২০ অক্টোবর শ্যামাপূজা ও সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান দুই দিন পিছিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, ‘এবারের বিশ্ববিদ্যালয় দিবস যথাযথ আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হবে। যেহেতু ২০ অক্টোবর শ্যামাপূজা ও সরকারি ছুটি, তাই ওই দিন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত অ্যাকাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৫ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের ২০ অক্টোবর দুই দশক পূর্ণ হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর