জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দুই দশক পূর্তির উৎসব ২০ অক্টোবর। কিন্তু এবার তা উৎযাপন করা হবে ২২ অক্টোবর। ২০ অক্টোবর শ্যামাপূজা ও সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান দুই দিন পিছিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, ‘এবারের বিশ্ববিদ্যালয় দিবস যথাযথ আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হবে। যেহেতু ২০ অক্টোবর শ্যামাপূজা ও সরকারি ছুটি, তাই ওই দিন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত অ্যাকাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের ২০ অক্টোবর দুই দশক পূর্ণ হবে।