Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যেসব গণমাধ্যম ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে, তাদের ক্ষমা চাওয়া উচিত’

ঢাবি করেস্পন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ২১:১৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ০০:১২

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, যে সব গণমাধ্যম ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছেন, তাদের মালিক-সম্পাদকদের জনগণের কাছ ক্ষমা চাওয়া উচিত। তাদের কৃতকর্ম প্রকাশ্যে আসা দরকার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যমে জুলাই ও তারপর’ শীর্ষক প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তথ্য উপদেষ্টা এ সব কথা বলেন। পিআইবি এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাহফুজ আলম বলেন, ‘নতুন মিডিয়া দেওয়া নিয়ে চরম হাহাকার দেখা যাচ্ছে। আমি যতদিন আছি, নতুন মিডিয়া দিয়ে যাব। পুরনোরা সেই আগের সেট অব ন্যারেটিভ ফিরিয়ে আনছে। সেই চেনা মুখগুলো আবার দেখছি। সবই আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যেটা করব, কোনোটা বন্ধ করিনি করবও না। কিন্তু নতুন মিডিয়া থাকবে, পুরনোও থাকবে। আর যারা লড়াকু সাংবাদিকতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা ভায়োলেন্সে (সহিংসতা) যাইনি, ফলে বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই ও চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াইয়ে আমরা যাব। আমরা মনে করি, আমরা অবশ্যই জয়ী হব। এগুলো খুবই স্পষ্ট কথা। এখানে কোনো ধোঁয়াশা রাখার কিছু নেই।’

মাহফুজ জানান, গত ১৫ বছরে বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন করে একটি প্রতিবেদন তৈরির অনুরোধ জানিয়ে তিনি গত জুনে জাতিসংঘকে একটি চিঠি দিয়েছিলেন। আগস্টে তাকে ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বাংলাদেশের সাংবাদিকদের জন্য একটি কোড অব কন্ডাক্ট তৈরির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ্ বলেন, ‘মবের কথা বলা হচ্ছে। মবেরও তো একটা সমাজতত্ত্ব আছে। মাও সেতুংয়ের একটা কথা আছে, বিপ্লব কোনো ডিনার পার্টি নয়। জুলাইয়ে সেরকম কিছুই হয়নি, অনেক কম হয়েছে। সামনের দিনে কেউ যদি আবারও ফ্যাসিবাদী হয়ে ওঠে আবারও গণঅভ্যুত্থান করতে হতে পারে।’

বিশেষ অতিথির বক্তব্যে গবেষক ও লেখক সাইমুম পারভেজ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকরা ফ্যাসিস্টের পক্ষে লিখেছে এমন সংখ্যা যেমন আছে, একটা বড় অংশ আছেন যারা তাদের পেশাগত দায়িত্ব ঠিকমতো পালন করেছেন। এবং সেটি করতে গিয়ে নানা রকমের হামলা ও হেনস্তার শিকার হয়েছেন।’

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। আলোচনা সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ফিরদৌস আজিম। এ সময় আরও বক্তব্য দেন লেখক ও গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান প্রমুখ। এ দিন পিআইবি প্রকাশিত পাঁচটি প্রকাশনার আদ্যোপান্ত তুলে ধরেন পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মোর্শেদ।

সারাবাংলা/কেকে/পিটিএম

উচিত ক্ষমা চাওয়া গণমাধ্যম ফ্যাসিবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর