Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ সই

আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর ২০২৫ ২৩:৪৭

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সরকার গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলি যুদ্ধ শেষ করার লক্ষ্যে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের চূড়ান্ত খসড়া সই করার বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সরকারের মুখপাত্র শশ বেদরোসিয়ান বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, তিন দিনের নিবিড় আলোচনার পর মিশরের শর্ম আল-শেখ-এ চুক্তিটি সই হয়।

এই চুক্তিটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শেষ করার জন্য তৈরি করা ২০-দফা পরিকল্পনার প্রথম ধাপ। চুক্তি অনুযায়ী, গাজায় থাকা অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে। যার বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন

ইসরায়েলকে তার সেনাদেরকে ‘একটি সম্মত লাইনে’ ফিরিয়ে নিতে হবে, যা ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজন।

ইসরায়েলি মুখপাত্র জানান, চুক্তিটি কার্যকরের জন্য ইসরায়েলের মন্ত্রিসভার আজকের সন্ধ্যায় ভোটের মাধ্যমে এর অনুমোদন দিতে হবে। মন্ত্রিসভার অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপরই ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য ৭২ ঘণ্টার সময়সীমা শুরু হবে।

তবে, মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইসরায়েল এই বিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘৌতিকে মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা করছে না, যা ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করতে পারে। তিনি আরও দাবি করেন, চুক্তি অনুযায়ী বাহিনী পিছিয়ে নিলেও ইসরায়েল এখনও গাজার অর্ধেকেরও বেশি অংশ নিয়ন্ত্রণ করবে।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল গাঁজা যুদ্ধবিরতি হামাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর