Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গত ১৪ মাসে খুলনায় ৩৮ লাশ পড়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ২১:২৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২৩:০৮

গণসংযোগ করছেন অ্যাড. শফিকুল আলম মনা। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, খুলনার অধিকাংশ আলোচিত হত্যার অভিযুক্তরা ধরা পড়ছে না। পাশাপাশি খুনখারাবিও থামছে না। প্রায় প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও খুন, গুলি কিংবা কুপিয়ে জখমের ঘটনা ঘটছে। একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতায় আতঙ্কে রয়েছেন খুলনা নগরীর মানুষ।

শুক্রবার (১০ অক্টোবর) নগরীতে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে গত ১৪ মাসে খুলনায় ৩৮ লাশ পড়েছে। এর মধ্যে ১৩টি অর্থাৎ ৩৪ শতাংশ হত্যার নেপথ্যে ছিল মাদক কারবার ও আধিপত্য বিস্তার। নগরীর কোনো না কোনো সন্ত্রাসী গোষ্ঠী এসব হত্যায় জড়িত। হত্যা মামলার অধিকাংশ আসামি এখনো ধরা পড়েনি। মাঠপর্যায়ে পুলিশের নিষ্ক্রিয়তা, খুনের আসামি ধরা না পড়া, সামাজিক অস্থিরতা, অস্ত্র ও মাদকের সহজলভ্যতা এবং সম্মিলিত সহযোগিতার অভাবেই অশান্ত হচ্ছে খুলনা।

বিজ্ঞাপন

অ্যাড. মনা বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশে কখনোই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। হাসিনাকে যেমন ঐক্যবদ্ধ আন্দোলনে বিদায় করেছি, এবার সময় এসেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে একইভাবে রাজপথে নামার। ১৬ বছরের আন্দোলনে স্বৈরাচার হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। কিন্তু তার রেখে যাওয়া সন্ত্রাসীরা এখন প্রশাসনের ছত্রছায়ায় আবারো মাথাচাড়া দিয়ে উঠছে।’

ধানের শীষের পক্ষে এই গণসংযোগ কর্মসূচি টুটপাড়া সেন্ট্রাল রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রুপসা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন-সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, ২৯ নং সভাপতি শফিকুল ইসলাম জোর্দদার জলি, ২১ নং সভাপতি আবু সাঈদ শেখ, ৩১ নং সভাপতি আফসার মাষ্টার, ২২নং সভাপতি নুরুল আলম দিপু, ২৭নং সাধারণ সম্পাদক মেসকাত হোসেন, ২৯ নং সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জমাদ্দার, ২২নং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, কৃষকদলের মহানগর সভাপতি সজীব তালুকদার, সিরাজুল ইসলাম লিটন, সালাউদ্দিন বুলবুল, মাফিজুল, আজাদ, মুরাদ, ময়জউদ্দিন চুন্নু, সানাউল্লাহ, জাহাঙ্গীর, লিটন, গোলাম কিবরিয়া, আরিফ, পান্না, প্রমুখ।

সারাবাংলা/জিজি

১৪ মাসে খুলনায় ৩৮ লাশ খুলনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর