Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ০১:১০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০১:২৭

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়েক গলা কেটে হত্যা করে সোনার অলংকার লুটে ঘটনায় সোহেল রানা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  আটক সোহেল রানা নিহতদের আত্মীয়। সে একই বাড়ির মোজাম্মেল হোসেন বাহারের ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান হত্যার ঘটনায় শুক্রবার রাতে রামগঞ্জ থানায় মামলা করেছেন নিহত জুলেখাার স্বামী ব্যবসায়ী মিজানুর রহমান। তবে মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যার পর রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হন জুলেখা বেগম ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীম।

সারাবাংলা/এসআর/এসএস

আটক গলা কেটে যুবক হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর