ঢাকা: আজ আন্তর্জাতিক শিশু কন্যা দিবস। দিনটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে নিজের স্ত্রী ও কন্যার ছবি দিয়ে একটি বার্তা দিয়েছেন। তিনি তার বার্তায় প্রতিটি মেয়ের অধিকার, স্বপ্ন দেখার, শিক্ষা অর্জন, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে জীবনে অংশ নেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
তারেক রহমান লিখেছেন, ‘একজন পিতা হিসেবে আমি জানি, মেয়েদের ক্ষমতায়ন শুধুমাত্র নীতি নয়, এটি ব্যক্তিগত বিষয়। আমাদের বাংলাদেশের ভিশন হলো এমন একটি দেশ যেখানে প্রতিটি মেয়ের স্বাধীনতা, সুযোগ এবং নিরাপত্তা থাকবে, যেটি যে কোনও অভিভাবক তার নিজের সন্তানের জন্য কামনা করবেন।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘বিএনপির সরকারদের জীবনের পরিবর্তনের ঐতিহ্য রয়েছে এবং সুযোগ পেলে আমরা আরও বেশি কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
তারেক রহমানের বার্তায় নারী ও মেয়েদের ক্ষমতায়নের প্রতি বিএনপির গুরুত্ব পুনর্ব্যক্ত হয়েছে। বার্তায় জোর দেওয়া হয়েছে যে মেয়েদের শিক্ষা, নেতৃত্ব এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা শুধু নীতি নয়, বরং একটি দায়িত্বও।