Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় জনদুর্ভোগ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৫:৪২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৭:৩০

রেলওয়ে ওভারপাস নির্মাণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীরা মানববন্ধন করেন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণের ক্ষেত্রে কোনো নিয়ম না মানায় অতিমাত্রায় জনদুর্ভোগ ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দান এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধনে ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহন করেন।

চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা বিএনপির সাংঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ ও রেলবাজার সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে রেলবাজারে ওভারপাস নির্মাণের কাজ চলছে ধীরগতিতে। এ কারনে এই জনপদের ব্যবসায়ীসহ রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য বারবার প্রশাসন, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি অনুরোধ করা হলেও তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে না। যার ফলে দুর্ভোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এসময় সীমাহীন কষ্ট লাঘবের জন্য দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানান বক্তারা।

সারাবাংলা/জিজি

জনদুর্ভোগ বন্ধ মানববন্ধন ও বিক্ষোভ