Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু জিসান হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৮:৩০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৯:২৬

অভিযুক্ত ফয়সালের বাড়িতে ভাঙচুর-আগুন

খুলনা: খুলনার দিঘলিয়ায় শিশু জিসান (৭) হত্যার ঘটনায় অভিযুক্ত ফয়সালের বাড়িতে ভাঙচুর-আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিসানের বাবা মো. আলমগীর হোসেন বাদী হয়ে ফয়সালসহ তার বাবা-মাকে আসামি করে দিঘলিয়া থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল (২৫), তার বাবা জিএম হান্নান (৫২) ও মা মাহিনুর বেগম (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

দিঘলিয়া থানার সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মণ্ডল বলেন, ‘খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মরদেহ ময়নাতদন্ত শেষে তার বাবার গ্রামের বাড়ি শেরপুরে দাফনের উদ্দেশে পাঠানো হয়েছে। ঘটনার তথ্য উদঘাটনে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে।’

বিজ্ঞাপন

এদিকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে দেয়াড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৩ টার দিকে নিহত জিসান পার্শ্ববর্তী তার চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে জিসান নিখোঁজ হয়। শনিবার (১১ অক্টোবর) বিকেলে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হাত-পা বাঁধা অব্স্থায় বস্তাবন্দি শিশু জিসানের মরদেহ উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ এবং যৌথ বাহিনী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর