Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকনিকে যাচ্ছিলেন বিএনপি কর্মীরা, মারামারির পর গ্রেফতার ৮

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২০:৫০

বাকলিয়া থানা। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পিকনিকে যাওয়ার পথে বিএনপির কর্মী-সমর্থকদের দুই গ্রুপে মারামারি হয়েছে। এতে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারামারিতে জড়িত আটজনকে গ্রেফতার করেছে।

রোববার (১২ অক্টোবর) সকালে নগরীর বাকলিয়া থানার কে বি কনভেনশন কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেফতার আটজন হলেন- মোহাম্মদ ইউসুফ (২৫), মোহাম্মদ রিপন (৩১), মোহাম্মদ বাবু মিয়া (২৫), সাইফুল ইসলাম জুয়েল (২৩), ইকবাল (২৫), রায়হান (২২), মোহাম্মদ খোরশেদ (২০) এবং আরমান (২৩)। তারা নগরীর বাকলিয়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকনিক করতে কাপ্তাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার জন্য নগরীর বাকলিয়ার বিএনপি নেতা জাকির হোসেন ও তার অনুসারীরা সকাল ৮টার দিকে কে বি কনভেনশন হলের সামনে জড়ো হচ্ছিলেন। গ্রেফতার হওয়া মোহাম্মদ ইউসুফ সেখানে একটি কুলিং কর্নারে বসে নাস্তা করছিলেন। ইউসুফ নিজেও বাকলিয়ায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ সময় জাকিরের অনুসারী একজনের সঙ্গে ইউসুফের কথা কাটাকাটি ‍শুরু হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। পরে পিকনিকগামী বাসে হামলা ও ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে সামান্য কথা কাটাকাটি হয়। এরপর ইউসুফের অনুসারী লোকজন সেখানে উপস্থিত হলে দু’পক্ষে মারামারি শুরু হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ন্ত্রণে আনি। এসময় আটজনকে গ্রেফতার করা হয়েছে। আহত অবস্থায় পাঁচজনকে আমরা উদ্ধার করি।’

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি ইখতিয়ার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর