Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমার বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যাওয়া উদ্দেশ্যপ্রণোদিত’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ২১:১২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২২:৫৪

সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, পঞ্চগড় জেলায় গত এক মাসে তার তিনটি রাজনৈতিক অনুষ্ঠানে তিনি বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে গেছে। ঘটনাগুলোকে তিনি “উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন।

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সারজিস আলম লিখেছেন, ‘প্রথমবার যখন হয়েছিল কিছু বলিনি। মনে হয়েছিল এটা হতেই পারে। দ্বিতীয়বারও কিছু বলিনি, কিন্তু সন্দেহ তৈরি হয়েছিল। গতকাল আবার একই ঘটনা ঘটেছে। প্রোগ্রামের আগে-পরে নয়, অন্য কারও বক্তব্যের সময়ও নয়—ঠিক আমি যখন কথা বলা শুরু করি, তখনই বিদ্যুৎ চলে যায়। কথা বলা শেষ হলে বিদ্যুৎ ফিরে আসে। সকল মিডিয়া এর সাক্ষী।’

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, ‘তিনটি প্রোগ্রাম তিন দিন ও ভিন্ন সময়ে হয়েছে। তারপরও একই ধরণের ঘটনা ঘটায় আমি মনে করি এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। জেলা পর্যায়ে বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এই ধরনের ছোটলোকি কিংবা অন্য দলের দালালিমূলক আচরণ করে থাকে। একজনকে বিরক্ত করতে পারলেই তারা রাজনৈতিক সফলতা মনে করে।’

সারজিস আলম জানান, প্রতিটি অনুষ্ঠানের আগে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল এবং পরেও ভদ্রভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। তবুও একই চিত্র দেখা যাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তবে তিনি স্বীকার করেছেন, ক্ষোভের মুহূর্তে যে উপমা ব্যবহার করেছেন, সেটি উচিত হয়নি।’

এনসিপি নেতার এই বক্তব্যের পাশাপাশি তিনি তার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে লং মার্চে ১০ ঘণ্টা ধরে প্রায় দুই হাজার মানুষ মোটরসাইকেলে করে সাধারণ মানুষকে সচেতন করেছি। পুরো পঞ্চগড় জেলার ১৫০ কিলোমিটার অতিক্রম করেছি। আশা করি, মিডিয়ার ফোকাস সেদিকেও থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর