ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে আজ আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা, তবে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সারাদেশে সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। রোববার (১২ অক্টোবর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
এদিকে গতরাতে সারাদেশের জন্য দেওয়া অন্য এক পূর্বাভাসে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে দেশের অন্যান্য স্থানে আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য তেমন কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।