ঢাকা: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও উঠে এসেছে পাকিস্তানের লাহোর। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI)–এর সর্বশেষ পরিসংখ্যানে শহরটি শীর্ষে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, তৃতীয় কলকাতা, চতুর্থ কাতারের দোহা, আর পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, লাহোরের দূষণ স্কোর ২২১, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ের বায়ু নির্দেশ করে। দিল্লির স্কোর ১৮৬, কলকাতার ১৬৪, দোহার ১৬২ আর ঢাকার স্কোর ১৫৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
বিশেষজ্ঞদের মতে, স্কোর ০–৫০ হলে বায়ুর মান ভালো, ৫১–১০০ হলে মাঝারি, ১০১–১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১–৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর, এবং ৩০১–এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে ধরা হয়।
শীত মৌসুমের শুরুতে দক্ষিণ এশিয়ার নগরীগুলোতে বায়ুদূষণ বৃদ্ধি পাওয়া প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শিল্পকারখানার নির্গমন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং খোলা স্থানে বর্জ্য পোড়ানোর কারণে এ অঞ্চলে দূষণ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
সম্প্রতি ইউনিসেফ জানিয়েছে, পাকিস্তানে বায়ুদূষণের কারণে এক কোটি ১০ লাখেরও বেশি শিশু সরাসরি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। বাংলাদেশেও একই ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকাসহ অন্যান্য বড় শহরের শিশুরা।