বাগেরহাট: বাগেরহাট জেলার মোংলায় পূর্ব শক্রতার জেরে এক যুবককে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে মহিদুল শেখ নামের এক যুবককে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় এনে বেধড়ক মারপিট করে মাহমুদ ও বনি শেখ নামের অপর দুই যুবক। এতে মহিদুলের মাথায় মারাত্মক জখম হয়। হামলাকারীরা কাঠের বাটাম দিয়ে মহিদুলের মাথায় আঘাত করে। এ আঘাতে মহিদুল ঘটনাস্থলে অচেতন হয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় মহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় তার।
এদিকে, মহিদুলের উপর হামলার ঘটনায় স্থানীয় লোকজন হামলাকারী মাহমুদ ও বনিকে ধরে পুলিশে দেয়। ওইদিন মারামারি ঘটনার মামলায় তাদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
নিহত মহিদুল মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে পৌর শহরের মাদ্রাসা রোডে মোটরসাইকেল ও অটোভ্যান ওভারটেক করা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে মহিদুল ও মাহমুদ-বনি। সেই বিরোধের জের ধরেই সোমবার মাহমুদ-বনি হামলায় চালায় মহিদুলের উপর। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় তার।
মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মহিদুল শেখের মৃত্যুর ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিকভাবে মারামারি মামলায় বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর এখন নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।