ঢাকা: গণযোগাযোগ অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মো. আবদুল জলিল বলেছেন, গণযোগাযোগ অধিদফতরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার তথ্য ভবনের সভা কক্ষে গণযোগাযোগ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, গণযোগাযোগ অধিদফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তৃণমূল পর্যায়ে একমাত্র প্রচারধর্মী প্রতিষ্ঠান। প্রযুক্তিনির্ভর তথ্যসেবা সর্বত্র ও সকলের জন্য নিশ্চিত করা এই অধিদফতরের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে অধিদফতরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি তারুণ্যের উৎসব ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে অধিদফতরের সংগীত শাখার সৃজনশীলতাকে সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে নারী সহকর্মীদের প্রতি মার্জিত আচরণ করতে হবে। দুর্নীতি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে অধিকতর নিষ্ঠা ও আন্তরিকতার ওপর জোর দেন।
সভায় গণযোগাযোগ অধিদফতরের পরিচালক (কারগরি ও প্রশিক্ষণ) অনুসূয়া বড়ুয়া, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন ও পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিনসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।