Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোনে নিহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান: আমিনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ২০:৪৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২১:৫৯

মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় আমিনুল হক

ঢাকা: উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এ কথা জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে আয়োজিত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

সভায় হাইকোর্টের রায় অনুযায়ী নিহত পরিবারের সদস্যদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি ও অন্যান্য মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হয়।

নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ‘সরকার আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না, এমনকি হাইকোর্টের দেওয়া রায়ের ক্ষতিপূরণের টাকাটিও আমরা এখনও পাইনি। নানা গড়িমসিতে বিষয়টি দীর্ঘায়িত করা হচ্ছে।’ তারা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান তারা।

বিজ্ঞাপন

এর জবাবে আমিনুল হক বলেন, ‘দুর্ঘটনার শুরু থেকেই বিএনপি তারেক রহমানের নির্দেশে নিহত পরিবারের পাশে রয়েছে। অতি শিগগিরই তিনি নিজেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।’

তিনি আরও আশ্বস্ত করেন, নিহত পরিবারের প্রতিটি সদস্যের পাশে মানবিক দায়বদ্ধতা থেকে বিএনপি সর্বদা থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে পল্লবীর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক বলেছেন, “বিএনপি কখনোই ফ্যাসিস্টদের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ করবে না।” ফ্রি মেডিকেল ক্যম্পে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবীন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, পল্লবী থানা ছাত্রদল আহবায়ক সৈয়দ হাসান সোহেল, সদস্য সচিব খোরশেদ ইসলাম নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময়ে তিনি রূপনগর থানার শিয়ালবাড়ীতে ক্যামিকেল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।