Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিকের মৃত্যুতে ফখরুলের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ০৮:১৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ অক্টোবর) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, ‘রাজধানীর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাপ্ত তথ্যমতে ১৬ জনের প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে হতাহতের হৃদয়বিদারক ঘটনা পুনরাবৃত্তি হলেও কার্যকর কোনো প্রতিরোধ বা নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠেনি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে। শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যেন ভবিষ্যতে এমন প্রাণঘাতী দুর্ঘটনা আর না ঘটে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক।

বিজ্ঞাপন

৩৫ বছর পর চাকসুতে ভোট আজ
১৫ অক্টোবর ২০২৫ ০৮:০০

আরো

সম্পর্কিত খবর