রাজস্থানের জয়সলমেরে চলন্ত বাসে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং বহু যাত্রী দগ্ধ হয়েছেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জয়সলমের থেকে জোধপুরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেলে এ ঘটে।
প্রশাসনের তথ্যানুসারে, বাসটিতে প্রায় ৫৭ জন যাত্রী ছিলেন। বিকেল প্রায় ৩টা ৩০ মিনিটের দিকে জয়সলমের শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বাসের পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে অনেক যাত্রী বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান।
ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি ইউনিটে) শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। চালক বাসটি নিকটবর্তী সামরিক স্টেশনের কাছে থামানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অধিকাংশ যাত্রী নামতে পারেননি।
অনেক মরদেহের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাজস্থান সরকার নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে।