Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন
এখন পর্যন্ত ভোটের পরিবেশ চমৎকার: চট্টগ্রামের এসপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১১:২৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১২:২১

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) এখন পর্যন্ত ভোটের পরিবেশ চমৎকার দেখেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চবি ক্যাম্পাসে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন।

এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। সবার মধ্যে আমি দেখেছি, সবাই আনন্দঘন পরিবেশে আছেন, তারা তাদের পছন্দমতো প্রার্থীকে নির্বাচিত করবে। আমরা নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিশ্চিত করছি। এ পর্যন্ত সবকিছু মিলিয়ে ভোটের পরিবেশ চমৎকার।’

বিজ্ঞাপন

ভোটের ফলাফল ঘোষণার পরও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ভোটগ্রহণ পর্যন্ত তো আছিই আমরা এখানে, ফলাফল ঘোষণার পরও আমরা এখানে থাকবো। প্রি-ইলেকশন, ডিউরিং ইলেকশন এন্ড পোস্ট ইলেকশন—তিনটি পার্টে আমরা কাজ করার প্ল্যান রেখেছি। প্রি-ইলেকশন পার্ট ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এখন ডিউরিং ইলেকশন ডিউটি চলছে। এরপর পোস্ট ইলেকশন। অর্থাৎ ইলেকশনের রেজাল্ট দেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে, সেটা আমরা দেখব, সেটা নিয়েও আমাদের পরিকল্পনা আছে।’

পোশাকধারী এবং সাদা পোশাকে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন আছে বলে এসপি জানান।

সারাবাংলা/আরডি/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর