গাজা যুদ্ধের অবসান ঘটাতে শান্তি চুক্তি সইয়ের পর হামাসের ভবিষ্যৎ ভূমিকা কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। তারা যদি না চায়, তবে যুক্তরাষ্ট্রই তাদের নিরস্ত্র করবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘যদি তারা নিরস্ত্র না হয়, আমরা তাদের নিরস্ত্র করব, এবং এটি দ্রুতই ঘটবে। কিন্তু তারা নিরস্ত্র হবে, এটা বুঝে রাখুন।’
এর আগে হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ে হামাস প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর তথ্যমতে, এটি ছিল হোয়াইট হাউস ও হামাসের মধ্যে সরাসরি প্রথম বৈঠক।
স্টিভ উইটকফ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা পরিষ্কার আপনাদের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে, এবং তার শান্তিচুক্তির ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে তিনি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’