ঢাকা: হজ কার্যক্রম নির্বিঘ্ন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৮ অক্টোবর শনিবার ব্যাংকের সংশ্লিষ্ট কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মূলত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখাসমূহ ওই দিন খোলা রাখতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী ব্যক্তিরা আসবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে।
জানা গছে, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১২ বছর বা তার বেশি বয়সী শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি হজে যেতে পারবেন। আগামী বছরের হজে খরচ কিছুটা কমায় নতুন প্যাকেজ অনুযায়ী ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
এদিকে ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ অনুযায়ী হজে খরচ হয়েছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, আর প্যাকেজ-২ এ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারিভাবে হজ পালনের সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। যার ভিত্তিতে এজেন্সিগুলো নিজেদের প্যাকেজ তৈরি করে।
গত ২৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন।