ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধি ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, কমিশনের প্রতিনিধিদল বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করেছেন। তিনি আরও বলেন, ‘বেগম জিয়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তবু কমিশনের আমন্ত্রণে তিনি আগ্রহের সঙ্গে বিষয়টি শুনেছেন।’
উল্লেখ্য, বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য বেগম খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে