Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল ৩ জনের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ২১:১৮

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতনামা তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৩৪, ৪০ ও ৬০ বছর। বৃহস্পতিবার (১৬অক্টোবর) সন্ধ্যায় মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনের দেয়াল ঘেঁষে অচেতন অবস্থায় পড়ে ছিল এক ব্যক্তি। আর জরুরি বিভাগের পাশে পড়ে ছিল আরও দুই ব্যক্তি। হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, তিনজনই ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোনো দাবিদার পাওয়া না গেলে মৃতদেহগুলো আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

পঞ্চগড়ে ৩ কলেজের কেউ পাস করেনি
১৬ অক্টোবর ২০২৫ ২২:৪৯

আরো

সম্পর্কিত খবর