নাটোর: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাটোরের সিংড়ায় নির্বাচনি প্রচারণা ও মতবিনিময় সভা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাটোর জেলার প্রধান সমন্বয়ক, রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় তার নিজ গ্রাম সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম স্কুল মাঠে গ্রামবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জার্জিস কাদির বাবু।
মো. মসলেম উদ্দিন প্রামাণিক এর সভাপতিত্বে ও প্রভাষক মো. আলী হাসান এর সঞ্চালনায় বক্তব্য দেন জার্জিস কাদির বাবুর সহধর্মিণী নুরমহল, সিংড়া উপজেলা এনসিপির নেতা মো. মিজানুর রহমানসহ অন্যন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জার্জিস কাদির বাবু বলেন, ‘আমি বিসিএস ক্যাডার হয়ে চাকুরিতে যোগদানের পর থেকেই এই জনপদের জন্য কিছু করতে ইচ্ছুক। তার ফলস্রুতিতে আমার রাজনীতিতে আসা। রাজনীতি ও সংসদে শিক্ষিত ব্যক্তি দরকার। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সম্মুখযোদ্ধা হিসেবে আজীবন এই জনপদ ও মানুষের সেবা করতে চাই। আমি সিংড়ার সংসদ সদস্য হলে প্রথমত দুইটি কলেজ ও তিনটি স্কুল জাতীয়করণ করবো। সিংড়াকে শিক্ষানগরী হিসেবে তৈরি করবো।’