Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ যা থাকছে

সারাবাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫ ১৪:৩৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৫:৫৫

জুলাই জাতীয় সনদ। ফাইল ছবি

ঢাকা: বহুল প্রত্যাশিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সই হতে যাচ্ছে আজ শুক্রবার (১৭ অক্টোবর)। এদিন বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এই সই অনুষ্ঠান।

অনুষ্ঠানের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ ভবন এলাকা সাজানো হয়েছে নতুন সাজে, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানের সময় পুরো সংসদ এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

জাতীয় জুলাই সনদে সই করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা, এবং বিভিন্ন রাজনৈতিক দলের দু’জন করে প্রতিনিধি।

গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গঠিত ছয়টি সংস্কার কমিশনের—সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ— প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন।

বিজ্ঞাপন

দুই পর্বের আলোচনায় ৬৩টি রাজনৈতিক দল অংশ নেয় এবং মোট ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছায় কমিশন। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করা হয়।

যা থাকছে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার
১৭ অক্টোবর ২০২৫ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর