Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৫:৩৬

প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে বিল্লাল হোসেন (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা (এসকেএস) ফাউন্ডেশনের ধাপেরহাট শাখা অফিসের আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন ওই শাখার সহকারি ব্যবস্থাপক। তার বাড়ি পঞ্চগড় জেলায়।

শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিল্লাল হোসেন এ শাখায় কর্মরত ছিলেন। তার স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলা চলে আসছে বলে শুনেছি। এ অভিমানে তিনি আত্নহত্যা করতে থাকতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, অফিসের আবাসিক রুমের ফ্যানের এ্যাঙ্গেলের সঙ্গে গামছা ও মাফলার গলায় পেঁচানো বিল্লাল হোসেনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার পূর্বক মৃত্যুর কারণ উদঘাটনে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

এক বাটি পপকর্ন আর এক গাল হাসি
১৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯

আরো

সম্পর্কিত খবর