বাগেরহাট: খুলনা -মোংলা রেললাইনে ট্রেনে কাটা পড়ে নিয়াম মিনা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী মোংলা কমিউটার ট্রেন ফকিরহাটের লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকার একটি রেলসেতু পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত নিয়াম মিনা একই এলাকার আ. সামাদ মিনার ছেলে।
মোংলা রেলওয়ে স্টেশনমাস্টার এস এম মনির আহমেদ জানান, স্থানীয়দের ও জনপ্রতিনিধির অনুরোধে পরিবারের সম্মতিতে সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছে বলেও জানান তিনি।