ঢাকা: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে যদি আজকের প্রেক্ষাপটে প্রশ্ন করেন, তাহলে বলতে হবে, আমি এ মুহূর্তের সৃষ্ট পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি। হতে পারে অনেকেই এই জুলাই দলিল সম্পর্কে একমত নন, কিন্তু সেটা স্বাভাবিক। দেশের ১৮ কোটি মানুষ হঠাৎ করে সব বিষয়ে একমত হবে—এটা কোনো বাস্তবতা নয়। সত্যি বলতে গেলে, তাহলে তো আমরা আবার বাকশালেই ফিরে যাব।’
তিনি বলেন, ‘মূল প্রশ্ন হচ্ছে—জুলাইয়ের যারা অগ্রসেনানী, তাদের ব্যতিরেকে বাংলাদেশে কোনো ‘জুলাই সনদ’ আদৌ অর্থবহ হতে পারে কি না? এবং কেন আমরা কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারিনি?’
বিএনপির এই শীর্ষ নেতা আরও প্রশ্ন তোলেন, ‘যাদের ওপর সমন্বয়ের গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন? অন্তর্বর্তীকালীন সরকারের কি আদৌ এই অনুশীলনে যাওয়া প্রয়োজন ছিল, নাকি দ্রুততম সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করাই যুক্তিযুক্ত হতো?’
তিনি আরও যোগ করেন, ‘কারও কারও বিবেচনায় এমন প্রশ্নও উঠতে পারে—সরকার নিজে এই দায়ভার নিতে গিয়ে আজ কার্যত এত বড় একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছে।’